হোম > সারা দেশ > ময়মনসিংহ

নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশের কার্যক্রম না থাকায় আজ রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে যায় নিহতের পরিবার।

নিহত শফিকুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৬০ মিটারের মতো। শফিকুল দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া বলেন, ‘শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা-পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা দোকানে ঢুকে তাঁকে খুন করে টাকাপয়সা নিয়ে যায়। সকালে খরিদ্দারের চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।’

টালকী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় তাঁর লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রকাশের পর ফের এসেছে নালিতাবাড়ীতে ‘ভোটের গাড়ি’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর