হোম > সারা দেশ > শরীয়তপুর

ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজশিক্ষকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

আবু তাহের । ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান।

নিহত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া গ্রামের সফিজউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের কিছু দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তখন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। পরে স্বজনেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আবু তাহের আমার বোনজামাই। ডেঙ্গু ধরা পড়ার পর আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করি। ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তিনি মারা যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।’

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। আজ তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ আমরা একজন সহকর্মীকে হারালাম।’

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন