হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

শরীয়তপুর প্রতিনিধি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে শেখ রাসেল সেনানিবাসে যাওয়ার পথে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল (১৮), একই এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরা সবাই মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন