হোম > সারা দেশ > শরীয়তপুর

খেতে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ। ছবি: আজকের পত্রিকা

বন্য প্রাণী থেকে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। নিজের পাতা ফাঁদে স্ত্রীসহ প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার শরীয়তপুরের জাজিরা নাওডোবা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।

কৃষক ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম ওই গ্রামের বাসিন্দা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, নাওডোবা এলাকায় ফসলের খেতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস খাঁ বাড়ির কাছে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই ভুট্টা শজারুর হাত থেকে বাঁচানোর জন্য জমির চারপাশে তারের সাহায্যে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি।

আজ সকালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম একসঙ্গে ভুট্টাখেতে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শেফালী স্বামীকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এতে স্বামী-স্ত্রী দুজন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির ভাতিজা সাগর খাঁ বলেন, ‘শজারুর হাত থেকে খেতের ভুট্টা রক্ষা করতে গিয়ে জমিতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন আমার কাকা ইদ্রিস খাঁ। তাঁর পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কাকা-কাকি দুজনে ফসলের খেতে মারা গেলেন।’

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল