হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের দাবি

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মোটরসাইকেলচালকেরা। 

মানববন্ধনে বক্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যানবাহন অরাজকতা সৃষ্টি করে। এ সময় মোটরসাইকেল বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ঈদের আগে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী বাইকারদের পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও লাইসেন্সধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলে অনুমতির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মোটরসাইকেলচালক।

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন