হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের দাবি

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মোটরসাইকেলচালকেরা। 

মানববন্ধনে বক্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যানবাহন অরাজকতা সৃষ্টি করে। এ সময় মোটরসাইকেল বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ঈদের আগে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী বাইকারদের পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও লাইসেন্সধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলে অনুমতির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মোটরসাইকেলচালক।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন