হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চফলনশীল মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন হওয়ায় কৃষকেরা এই আলু চাষে ঝুঁকছেন। চলতি বছর ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই উপজেলার প্রায় ১৬৫ হেক্টর জমিতে মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষ করা হয়েছে। এতে উপজেলার ৫৫০ জন কৃষকের প্রত্যেকে তাঁদের ২০ শতাংশ জমিতে এই মিষ্টি আলু চাষ করেছেন। সাধারণত এই জাতের মিষ্টি আলু হেক্টরপ্রতি ১৮ থেকে ২০ মেট্রিকটন ফলন হয়ে থাকে।

উপজেলার পাটুয়া গ্রামের কৃষক নবাব আলী ও গোলাম রব্বানি জানান, এবার ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা ব্যয়ে ২০ শতক করে মোট ৪০ শতক জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন তাঁরা। মিষ্টি আলুতে রোগবালাই নেই বললেই চলে। কম পরিচর্যা ও অল্প খরচে বেশি লাভ হওয়া যায়। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ার আশা করছেন তাঁরা।

একই এলাকার মো. একরামুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষ করলে ফলন বেশি হয়। মিষ্টি আলু চাষে পরিশ্রম কম ও লাভ বেশি। ৫ হাজার টাকা ব্যয়ে ২০ শতক জমিতে মিষ্টি আলু চাষ করেছি। ফলন ভালো হওয়ার আশা করছি।’ 

একরামুল ইসলাম আরও বলেন, ‘আমার দেখাদেখি পাশের গ্রামের কৃষকেরাও মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষে আগ্রহ প্রকাশ করছেন।’ 

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও পংকজ রায় বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে মোট ১৬৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত