হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার সঙ্গে জনগণের যত বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে, ভোটের সংখ্যাও তত বাড়বে। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা শহরের ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে। মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার কখনো হরণ করা যাবে না।’

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

গত ১৬ বছরে দেশে রাজনৈতিক দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের ফলে বিচারব্যবস্থা থেকে অর্থনীতি—সবখানেই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশের ভবিষ্যতের জন্য।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সমর্থন থাকলেই সত্যিকারের নেতা হওয়া যায়।’

কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার