দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে নয়টি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার রাতে উপজেলার পাকেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানের ট্রেড লাইসেন্স না থাকায়, রাস্তা দখল করে ব্যবসা করাসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগ নয় ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে।
ইউএনও তাজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।