হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাঁচানো গেল না বিরল প্রজাতির নীলগাইটিকে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন। 

আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান। 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার