হোম > অপরাধ > রংপুর

কুড়িগ্রামে বিড়ি কারখানায় শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২৭) নামে অপর এক বিড়ি শ্রমিকের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম শহরের পুরোনো রেলস্টেশন এলাকা সংলগ্ন জলিল বিড়ি ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাপ্পি কুড়িগ্রাম পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্ত খোকন ইসলাম (২৭) একই এলাকার মাটিকাটা মোড়ের নজিরের ছেলে। ঘটনার পর পরই ফ্যাক্টরি থেকে পালিয়ে যান খোকন।

বিড়ি কারখানার শ্রমিক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) জলিল বিড়ি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করেন। সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে খোকন কারখানায় থাকা কাগজ কাটা অস্ত্র দিয়ে হঠাৎ মাঈদুলের গলায় আঘাত করে পালিয়ে যায়। কারখানার অন্য শ্রমিকেরা মাঈদুলকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা