হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঘোড়াঘাটে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার পলাতক আসামি মনিরুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩-এর অধিনায়ক আরাফাত ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মনিরুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের ওমর আলীর ছেলে। 

অধিনায়ক আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, জোড়া খুনের ঘটনার পরপর মূল হত্যাকারী আত্মগোপনে চলে যান। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি মো. আজাহার আলীকে (৬৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। 

গত ২৫ জানুয়ারি সকালে ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মনোয়ার হোসেন মিম (২৫) ও মো. রাকিব হোসেন মণ্ডল (২২)।

এ ঘটনায় নিহত মনোয়ার হোসেন মিমের বাবা মো. হায়দার আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার