হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক সংস্কারে বিএসএফের বাধা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাঠগীর এলাকায় সংস্কারকাজ চলা সড়ক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার রাতে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় এ বাধা দেওয়া হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর সীমান্ত পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পাকা করার কাজ শুরু হয়েছে। এই সড়কের কিছু অংশের উভয় পাশে ভারতীয় ভূখণ্ড রয়েছে। সেখানে কাজ করার সময় দেশটির কোচবিহারে জেলার দিনহাটা থানার ছোট গারাল ঝোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। কিন্তু সড়কের ওই অংশ সীমান্তের শূন্যরেখা থেকে যথেষ্ট দূরে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোরবান আলী বাবু বলেন, রাতে সড়ক খোঁড়াখুঁড়ির সময় বিএসএফ বাধা দিয়েছে।

এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে জানান, বিএসএফের পক্ষ থেকে সীমান্তের কাছাকাছি ১৫০ গজ সড়কের সংস্কারকাজ বাদ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল থেকে এক মেসেজে জানানো হয়, ব্যাপারটি তেমন গুরুত্বপূর্ণ নয়।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার