হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক সংস্কারে বিএসএফের বাধা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাঠগীর এলাকায় সংস্কারকাজ চলা সড়ক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার রাতে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় এ বাধা দেওয়া হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর সীমান্ত পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পাকা করার কাজ শুরু হয়েছে। এই সড়কের কিছু অংশের উভয় পাশে ভারতীয় ভূখণ্ড রয়েছে। সেখানে কাজ করার সময় দেশটির কোচবিহারে জেলার দিনহাটা থানার ছোট গারাল ঝোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। কিন্তু সড়কের ওই অংশ সীমান্তের শূন্যরেখা থেকে যথেষ্ট দূরে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোরবান আলী বাবু বলেন, রাতে সড়ক খোঁড়াখুঁড়ির সময় বিএসএফ বাধা দিয়েছে।

এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে জানান, বিএসএফের পক্ষ থেকে সীমান্তের কাছাকাছি ১৫০ গজ সড়কের সংস্কারকাজ বাদ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল থেকে এক মেসেজে জানানো হয়, ব্যাপারটি তেমন গুরুত্বপূর্ণ নয়।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা