হোম > সারা দেশ > নীলফামারী

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু

প্রতিনিধি

ডোমার (নীলফামারী): বিদ্যুতায়িত গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক দম্পতির। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নীলফামারীর ডোমার উপজেলায় নন্দীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীপাড়া এলাকার ফনি বর্মণ (৫৫) এবং তাঁর স্ত্রী বিয়ো বালা (৫০)।

স্থানীয় সূত্রে জানায়, সেচপাম্পের ছিঁড়ে পড়া তারে দড়ি আটকে পড়ে ফনি বর্মণের পোষা গরুটি বিদ্যুতায়িত হলে তিনি সেচ পাম্পের তার হতে দড়িটি ছাড়ানোর চেষ্টা করেন। এতে ফনি বর্মণ নিজেই বিদ্যুতায়িত হয়ে ছটফট শুরু করে। এ সময় স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী বিয়ো বালা দৌড়ে আসে। স্বামীকে ধরতেই তিনিও বিদ্যুতায়িত হন।

এলাকাবাসী ছুটে এসে তাঁদের উদ্ধার করে। ফনি বর্মণের ঘটনাস্থলেই মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিয়ো বালার মৃত্যু হয়। তবে সেই গরুটি বেঁচে যায়।

বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বৃষ্টির দিনে কোন এক সময়ে হয়তো সেচপাম্পের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। বিকেলে একটি গরু তারে আটকে যায়। ফনি বর্মণ ও তার স্ত্রী গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। গরুটি বাঁচাতে যাওয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই গরুটি বেঁচে আছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ