হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্রি শাটল বাস সার্ভিস

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুরে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীদের জন্য বিনা মূল্যে শাটল বাসসেবা চালু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের সৈয়দপুর স্টেশন ইনচার্জ জাকির হোসেন বলেন, আকাশপথে চলাচলকারী এই উড়োজাহাজের বিভিন্ন এলাকার যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আসা-যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন। ব্যক্তিগত গাড়ি না থাকলে ভাড়া গাড়ির সহায়তা নিতে হয়। এতে বাড়তি খরচ ও ফ্লাইটসূচি মেনে চলতে অসুবিধা হয়। এ কারণে যাত্রীদের জন্য বিনা মূল্যে আধুনিক ও সুপরিসর বাসসেবা চালু করা হচ্ছে।

ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করা হবে। আর অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চলবে। এ দিনেই যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হবে।

প্রসঙ্গত, ইউএস-বাংলা সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন সাতটি ফ্লাইট পরিচালনা করছে। উড়োজাহাজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর রুটে যাত্রীদের আনা-নেওয়া করতে এ পরিবহনসেবা চালু করছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার