হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় গলায় কাপড় প্যাঁচানো লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সফিকুল ইসলাম ঠান্ডুর (৫২) বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি শ্যামেরডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকায় ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এরই মধ্যে গত বুধবার থেকে নিখোঁজ হয় সফিকুল। পরদিন বোদা থানায় মৌখিকভাবে বিষয়টি অবগত করে তাঁর পরিবার। 

আজ শুক্রবার সকালে করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সফিকুলের পরিবারের লোকজন এসে মরদেহটি তাঁর বলে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার