হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় গলায় কাপড় প্যাঁচানো লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সফিকুল ইসলাম ঠান্ডুর (৫২) বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি শ্যামেরডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকায় ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এরই মধ্যে গত বুধবার থেকে নিখোঁজ হয় সফিকুল। পরদিন বোদা থানায় মৌখিকভাবে বিষয়টি অবগত করে তাঁর পরিবার। 

আজ শুক্রবার সকালে করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সফিকুলের পরিবারের লোকজন এসে মরদেহটি তাঁর বলে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু