হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৌশিক রায় উত্তর বালাপাড়া গ্রামের রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। 

ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায়ের মৃত্যু হয়েছে।’ 

নিহতের পরিবার আজকের পত্রিকাকে জানায়, নিজের বাড়ির ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন টিনের দরজায় হাত লাগলে কৌশিক বিদ্যুতায়িত হন। টের পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার স্থানীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে। 

খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ বলেন, ‘দলীয় প্রোগ্রামে বা ব্যক্তিজীবনে কৌশিকের সঙ্গে আর দেখা হবে না। কৌশিক খুব ভালো ছেলে। ছাত্রলীগের জন্য তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁকে হারিয়ে আমরা মর্মাহত। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত