হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামের তাপমাত্রা আজও ১০ ডিগ্রির নিচে, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডি‌গ্রি সেল‌সিয়াসের কম হওয়ায় আজ রোববারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সকাল ৯টায় জানান, র‌োববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশ‌মিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগির ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনা কম। পুরো জানুয়া‌রি মাস এমন শীত থাকতে পা‌রে।

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘আজও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। তাই মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মাউশির সিদ্ধান্ত বহাল রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাব।’ 

একই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার। তি‌নি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে র‌োববারও জেলার সব প্রাথ‌মিক বিদ‌্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডি‌গ্রি বা তদূর্ধ্ব হলে বিদ‌্যালয় খুলবে।’

তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত