হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ধানখেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রিফাত হোসেন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছা গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিফাত ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার নুরে আলমের ছেলে। রিফাত একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুরনগাছা গ্রামের একটি ধানখেতে গলাকাটা অবস্থায় এই যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে তিনি থানার পুলিশকে খবর দেন। 

রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন ওই লাশ দেখে আমাকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। গ্রামের অনেকেই লাশটি দেখেছেন। তবে কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেননি। পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, সেটা বের করতে তদন্ত চলছে। ক্রাইম সিন টিম ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত