হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৬ ঘণ্টা পর্যন্ত ‘লোডশেডিং’

কুড়িগ্রাম প্রতিনিধি

ভরা শীত মৌসুমে কুড়িগ্রামে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চলছে। তিন দিন ধরে দিনের বেলায় এক-দেড় ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। দিনে লোডশেডিং হচ্ছে চার থেকে ছয় ঘণ্টা। এতে বিপাকে পড়েছেন সেচের ওপর নির্ভরশীল বোরোচাষিরা। এমন চলতে থাকলে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তাঁদের।

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ ব্যবসায়ী ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে লোডশেডিং চলতে থাকলে ব্যবসা গুটিয়ে পথে বসতে হবে। বিদ্যুৎ না থাকলে ওয়ার্কশপে কোনো কাজ হয় না। কর্মচারীদের অলস বসে থাকতে হয়। সারা দিনে যে কাজ হচ্ছে, তাতে কর্মচারীদের হাজিরার টাকা জোগান দিতে পারছি না।’ 

পল্লী বিদ্যুতের গ্রাহক রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বাসিন্দা রোস্তম মিয়া বলেন, ‘বিদ্যুৎ থাকার চেয়ে না থাকার পরিমাণ বেশি। যেভাবে বিদ্যুৎ যাওয়া-আসা করে তাতে কোনো কাজ সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। রাতেও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এমন চলতে থাকলে বোরোর আবাদ ব্যাহত হবে।’

কুড়িগ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পাশাপাশি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে দুই প্রতিষ্ঠানেই বিদ্যুতের ঘাটতি রয়েছে।

কুড়িগ্রাম আরইবির নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দীন মাহমুদ বলেন, তিন দিন ধরে গড়ে লোডশেডিং হচ্ছে ফিডারপ্রতি চার থেকে ছয় ঘণ্টা। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। চাহিদা ৩৭ মেগাওয়াট, কিন্তু পাচ্ছি ২৭ মেগাওয়াট। 

নেসকোর কুড়িগ্রাম কার্যালয় থেকে জানা গেছে, কুড়িগ্রাম শহরে নেসকোর আওতাধীন বিদ্যুৎ সরবরাহ অঞ্চলকে আটটি ফিডারে ভাগ করা হয়েছে। প্রতি ফিডারে বিদ্যুতের চাহিদা বর্তমানে এক মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে তিন দিন ধরে নেসকো তিন থেকে পাঁচ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটি লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে।  

নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘একেক সময় একেক রকম বরাদ্দ পাচ্ছি। যখন যেমন বরাদ্দ পাচ্ছি সেভাবেই বিদ্যুৎ সরবরাহ করছি।’ 

কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে জানতে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। গতকাল সোমবার রাত সাড়ে ৯টা থেকে আজ সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত বরাদ্দ স্বাভাবিক ছিল। এরপর আবার ঘাটতি শুরু হয়। ফলে কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিত স্বাভাবিক হবে বলা মুশকিল।’ 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত