হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক দেখে দাঁড় করানো হলো লাইনে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরের একটি কেন্দ্রে সাংবাদিক দেখে ভোটারদের ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। আজ রোববার সদর উপজেলার আগানগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে গণমাধ্যমকর্মীরা যাচ্ছেন শুনে অপেক্ষমাণ ভোটারের সংখ্যা বেশি দেখাতে আশপাশের মানুষ ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। তাঁদের অনেকে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে ওই কেন্দ্রে আগে ভোট দেওয়া আরতী রানী, ভাগ্যরানী, রাধিকা রানী, ছায়ারানীসহ কয়েকজন ভোটার বলেন, ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক আসার খবর শুনে ছবি তোলার জন্য তাঁদের ডেকে এনে ভোটারের সারিতে দাঁড় করানো হয়।

এদিকে সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গেলে শুধু নৌকার প্রার্থীর পোলিং এজেন্টকে দেখা যায়। অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট বা কর্মীদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রণজিৎ বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিন ঠিক রাখতে তাঁদের লাইনে রাখা হয়েছে। কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়। এই কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ২ হাজার ৫৬৮ জন ভোটার রয়েছে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ