হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক দেখে দাঁড় করানো হলো লাইনে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরের একটি কেন্দ্রে সাংবাদিক দেখে ভোটারদের ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। আজ রোববার সদর উপজেলার আগানগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে গণমাধ্যমকর্মীরা যাচ্ছেন শুনে অপেক্ষমাণ ভোটারের সংখ্যা বেশি দেখাতে আশপাশের মানুষ ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। তাঁদের অনেকে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে ওই কেন্দ্রে আগে ভোট দেওয়া আরতী রানী, ভাগ্যরানী, রাধিকা রানী, ছায়ারানীসহ কয়েকজন ভোটার বলেন, ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক আসার খবর শুনে ছবি তোলার জন্য তাঁদের ডেকে এনে ভোটারের সারিতে দাঁড় করানো হয়।

এদিকে সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গেলে শুধু নৌকার প্রার্থীর পোলিং এজেন্টকে দেখা যায়। অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট বা কর্মীদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রণজিৎ বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিন ঠিক রাখতে তাঁদের লাইনে রাখা হয়েছে। কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়। এই কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ২ হাজার ৫৬৮ জন ভোটার রয়েছে।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার