হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক দেখে দাঁড় করানো হলো লাইনে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরের একটি কেন্দ্রে সাংবাদিক দেখে ভোটারদের ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। আজ রোববার সদর উপজেলার আগানগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে গণমাধ্যমকর্মীরা যাচ্ছেন শুনে অপেক্ষমাণ ভোটারের সংখ্যা বেশি দেখাতে আশপাশের মানুষ ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। তাঁদের অনেকে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে ওই কেন্দ্রে আগে ভোট দেওয়া আরতী রানী, ভাগ্যরানী, রাধিকা রানী, ছায়ারানীসহ কয়েকজন ভোটার বলেন, ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক আসার খবর শুনে ছবি তোলার জন্য তাঁদের ডেকে এনে ভোটারের সারিতে দাঁড় করানো হয়।

এদিকে সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গেলে শুধু নৌকার প্রার্থীর পোলিং এজেন্টকে দেখা যায়। অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট বা কর্মীদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রণজিৎ বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিন ঠিক রাখতে তাঁদের লাইনে রাখা হয়েছে। কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়। এই কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ২ হাজার ৫৬৮ জন ভোটার রয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ