নীলফামারীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত ‘হেলমেট বাহিনীর হোতা’ গোলাম কিবরিয়াকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় “হেলমেট বাহিনীর তাণ্ডবে নিঃস্ব দুই পরিবার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
মামলার বিবরণ সূত্র জানা গেছে, নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের সরকারপাড়ার দুই ভাই বাবুল হোসেন ও আব্দুস সামাদের সঙ্গে প্রতিবেশী আশরাফ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ২৯ সেপ্টেম্বর আশরাফের ছেলে কিবরিয়া একদল ‘হেলমেট’ পরা লোক নিয়ে প্রতিপক্ষ পরিবার দুটির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে গত ১২ অক্টোবর আদালতে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এর পর আদালতের নির্দেশে গত ৩ অক্টোবর থানায় মামলা নেওয়া হয়।
এ নিয়ে জানতে চাইলে এই মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বলেন, ‘কিবরিয়াকে আজ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’