হোম > সারা দেশ > দিনাজপুর

ছাত্রীদের যৌন হয়রানি: খানসামার সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

অফিস আদেশ সূত্রে জানা যায়, ছাত্রী ও অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে সিরাজুল ইসলাম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ও অনুচ্ছেদ (খ) আওতাভুক্ত অপরাধ করেছেন। তাই অফিস আদেশ জারি হওয়ার তারিখ থেকে তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন।

মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ (৫৩) দীর্ঘদিন ধরে অসৎ চরিতার্থের নিমিত্তে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। এসব অপকর্মের কথা অভিভাবকদের জানাতে চাইলে বেত্রাঘাত ও পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দেন ওই সহকারী শিক্ষক। পরে ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা গত ২৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোষ বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ