হোম > সারা দেশ > দিনাজপুর

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুনীল চন্দ্র রায় (২৮) নামের একজন কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার ইশানিয়া ইউনিয়নের ইসলামপুর মোড়ে মালবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

নিহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার সহষপুর গ্রামের বাসিন্দা সমর চাঁদ রায়ের ছেলে। সুনীল চন্দ্র রায় ঢাকার মিরপুর-২ এলাকায় ডিএমপিতে ট্রান্সপোর্ট বিভাগে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলে।

জানা গেছে, ঘটনার দিন অসুস্থ স্ত্রীর জন্য সেতাবগঞ্জ বাজার থেকে ওষুধ কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাথায় হেলমেট থাকার পরেও মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনীল রায় মৃত্যুবরণ করেন।

নিহত সুনীলের স্ত্রী বিউটি রাণী জানান, তাঁদের দুই ছেলে রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সহষপুর সোনাহার শ্মশানে নিহতের দাহ কার্য সম্পাদন করা হয়েছে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ট্রাক চালকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর ১৩) দায়ের হয়েছে। মামলার নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা