হোম > সারা দেশ > দিনাজপুর

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুনীল চন্দ্র রায় (২৮) নামের একজন কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার ইশানিয়া ইউনিয়নের ইসলামপুর মোড়ে মালবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

নিহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার সহষপুর গ্রামের বাসিন্দা সমর চাঁদ রায়ের ছেলে। সুনীল চন্দ্র রায় ঢাকার মিরপুর-২ এলাকায় ডিএমপিতে ট্রান্সপোর্ট বিভাগে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলে।

জানা গেছে, ঘটনার দিন অসুস্থ স্ত্রীর জন্য সেতাবগঞ্জ বাজার থেকে ওষুধ কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাথায় হেলমেট থাকার পরেও মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনীল রায় মৃত্যুবরণ করেন।

নিহত সুনীলের স্ত্রী বিউটি রাণী জানান, তাঁদের দুই ছেলে রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সহষপুর সোনাহার শ্মশানে নিহতের দাহ কার্য সম্পাদন করা হয়েছে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ট্রাক চালকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর ১৩) দায়ের হয়েছে। মামলার নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার