হোম > সারা দেশ > রংপুর

মৃত ও অবসরপ্রাপ্ত দুই চিকিৎসককে রমেক হাসপাতালে পদায়ন!

প্রতিনিধি, রংপুর 

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা শেখ। অথচ তাঁকে রংপুর মেডিকেল কলেজ থেকে রমেক হাসপাতালে পদায়ন করা হয়েছে। পদায়ন করা হয়েছে শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. মমতাজ বেগমকেও। অথচ তিনি চার মাস আগে অবসরে গেছেন। 

চিকিৎসক সংকটের কারণে এ দুজনসহ ৬৫ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত রোববার (৪ জুলাই) জারি করা হয়। 

তাঁদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁরা ৮ জুলাই সকালে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

ওই আদেশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের পদায়ন করা হলো। 

ডা. ফেরদৌস আরা শেখ মারা যাওয়া এবং ডা. মমতাজ বেগম অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। 

তিনি বলেন, ছয় মাস আগে ডা. ফেরদৌস আরা শেখ ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তাঁদের মৃত্যু ও অবসরের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছিল। হয়তো ভুলবশত তাঁদের নাম এসেছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা