হোম > সারা দেশ > দিনাজপুর

বড়পুকুরিয়া শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের সামনে মানববন্ধন করেন তাঁরা। 

মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সহ প্রমুখ। 

বক্তারা বলেন, ‘দীর্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। ১৪৩ জন উন্নয়ন শ্রমিকে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।’ তারা বলেন, আগামী ২৯ আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

নিয়োগের বিষয়ে জানতে চাইলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী জানান, নিয়োগের বিষয়টি নিয়ে ওপর মহলের কোনো নির্দেশনা আসেনি। এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার