হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টায় সদর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন—দিনাজপুর পৌরসভার রামনগর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই এলাকার মো. মাসুম হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (৩৫)। নিহত বাবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার এবং সোহান একই অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা বলছেন, সকালে নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে চড়ে ফুলবাড়ী যাচ্ছিলেন বাবুল হোসেন ও সোহান। এ সময় চুনিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরের উদ্দেশে আসা যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশি হেফাজতে আছে। লাশ দুটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার