রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০২ জন এবং সুস্থ হয়েছেন ৪৪৭ জন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, গত সোমবার ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন।
ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, সোমবার সারা দিনে বিভাগে ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ।
মৃতদের মধ্যে রংপুর ও দিনাজপুরের চারজন করে, গাইবান্ধার তিনজন এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর একজন করে রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৬৪ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৭৬ জন, রংপুরে ২১২ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৬, নীলফামারীতে ৬৯, পঞ্চগড়ে ৬১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় ৫০ জন রয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে দিনাজপুরের ১১৫ জন, রংপুরের ৮৭ জন, নীলফামারীর ৬৩ জন, পঞ্চগড়ের ৬২ জন, কুড়িগ্রামের ৫৯ জন, গাইবান্ধার ৫৬ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন ও লালমনিরহাটের ২৩ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে ৪৫ হাজার ৯২৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৯২৫ জন, রংপুরে ১০ হাজার ২০২ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ২৪৩ জন, গাইবান্ধায় ৩ হাজার ৯৫১ জন, নীলফামারীর ৩ হাজার ৭৪১ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৭০০ জন, লালমনিরহাটের ২ হাজার ৩০১ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৮৬৬ জন রয়েছেন।