হোম > সারা দেশ > নীলফামারী

ফেল করে আত্মহত্যার জন্য রেললাইনে অপেক্ষা কিশোরীর, ঠেকাল পুলিশ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার কিশোরী। ছবি: সংগৃহীত

দাখিল পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে অপেক্ষা করছিল এক কিশোরী। চোখেমুখে হতাশার ছাপ। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। এর ১৫ মিনিট পরেই রেললাইনে ট্রেন ঢোকে। পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যায় সে।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বেলা ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। সে এ বছর হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো আজ ওই ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ নিতে সৈয়দপুরে আসে। বেলা ২টার পর মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে জানতে পারে, পরীক্ষায় দুটি বিষয়ে ফেল করেছে। এতে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। উদ্ধার করা ওই ছাত্রীকে থানার নারী ও শিশু হেল্পডেস্কের কর্মকর্তার মাধ্যমে কাউন্সেলিংয়ের একপর্যায়ে সে দাখিল পরীক্ষার ফেল করায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে জানায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটিকে উদ্ধার করার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তার মা ও স্বজনেরা থানায় আসেন। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার