হোম > সারা দেশ > পঞ্চগড়

নদীতে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বালু চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক। 

আজ রোববার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে পাথর উত্তোলন করছিলেন তাঁরা। দুপুরের দিকে করতোয়া নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এ সময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তে চাপা পড়েন তাঁরা। হান্নান গর্ত থেকে উপড়ে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপা পড়ে মারা যান। পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে সকিরুলের মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার