হোম > সারা দেশ > পঞ্চগড়

নদীতে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বালু চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক। 

আজ রোববার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে পাথর উত্তোলন করছিলেন তাঁরা। দুপুরের দিকে করতোয়া নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এ সময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তে চাপা পড়েন তাঁরা। হান্নান গর্ত থেকে উপড়ে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপা পড়ে মারা যান। পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে সকিরুলের মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ