হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় রিপন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের মাগুরমারী চোরারাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোটরসাইকেলচালক একই উপজেলার তিরনই হাট ইউনিয়নের হাকিমপুর এলাকার মো. সুলতানের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিপন পঞ্চগড় থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মাগুরমারী চৌরাস্তা বাজারে গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের বডির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক পেছন থেকে এসে মোটরসাইকেল আরোহী রিপনকে ধাক্কা দেয়। 

পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক ও ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক ও চালকের সহকারী পালাতক রয়েছেন। তবে নিহতের পরিবারের পক্ষে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। 

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার