হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর আজ বুধবার সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্ত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসা করতেন তিনি।

তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ লাশ নিয়ে গেছে।’

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার শেষ রাতে স্থানীয়রা গুলির শব্দ পায়। রাতে আইনুলকে তাঁর পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে আজ বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, ‘বিএসএফ যুবকের লাশ নিয়ে গেছে। তাই আইনি প্রক্রিয়া ছাড়া দু-এক দিনের মধ্যে লাশ আনার সুযোগ নেই। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি লাশ দেখা যায়। লাশ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলছে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু