হোম > সারা দেশ > রংপুর

ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ধান ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি

স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ঢলে ভে‌সে আসা গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে গি‌য়ে দুধকুমার ন‌দে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) সকা‌লে ইউনিয়‌নের খেলার‌ ভিটা এলাকায় এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নি‌খোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তি‌নি বেরুবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের খামার নকুলা এলাকার বা‌সিন্দা এবং ওই এলাকার আমজাদ হো‌সেনের ছে‌লে।

স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুর থে‌কে উজা‌নের ঢ‌লে দুধকুমার ন‌দে শত শত গা‌ছের গুঁড়ি ভে‌সে আসতে শুরু ক‌রে। ন‌দের তী‌রের লোকজন বি‌ভিন্নভা‌বে সেগু‌লো সংগ্রহ করতে থা‌কে। আজ সকা‌লে অন‌্যদের ম‌তো মনসু‌রও গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে শুরু ক‌রেন। এ সময় হঠাৎ তি‌নি ন‌দের পা‌নিতে নি‌খোঁজ হন। স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে তাঁর খোঁজ শুরু কর‌লেও আজ বেলা ১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা ব‌লেন, নি‌খোঁজ ব‌্য‌ক্তির সন্ধা‌নে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা কাজ কর‌ছেন। ত‌বে দুপুর পর্যন্ত তাঁর সন্ধান মে‌লে‌নি।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড