হোম > সারা দেশ > পঞ্চগড়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়), প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি শীতপ্রধান উপজেলা। প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয় এই অঞ্চলে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কুয়াশার দেখা মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। ধীরে ধীরে শীতের আমেজও শুরু হয়েছে এই উপজেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হচ্ছে। কুয়াশার কারণে নদীতীরবর্তী মানুষ দুর্ভোগে পড়ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়। 

এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে এই অঞ্চলে। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই উপজেলায়। অক্টোবরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি। 

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, 'গরম কাপড় পরিধান না করে সন্ধ্যার পর বাইরে বের হতে পারছি না। আমরা গ্রামের মানুষ, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে।' 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, 'এ বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শীত পড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আমেজ বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।'

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ