হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ইমনের

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের শরিফ সিনেমা হলসংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান (২০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন। 

রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, নিহত ইমন মিয়া জেলা সদরের মোঘলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে। ইমন তার কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলযোগে বান্দরবান-ঢাকা হয়ে কুড়িগ্রামে ফিরছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে ইমন ও তাঁর বন্ধুরা চারটি মোটরসাইকেলে ভ্রমণ শেষে একসঙ্গে কুড়িগ্রামে ফিরছিলেন। ইমন মোটরসাইকেল নিয়ে রাজারহাট শরীফ সিনেমা হলসংলগ্ন এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর আরোহী রায়হান আহত হন। 

এ বিষয়ে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার জানান, নিহত ইমন তাঁর কয়েকজন সঙ্গীসহ মোটরসাইকেল ভ্রমণ শেষে কুড়িগ্রাম ফিরছিলেন। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার