হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জের ৯ ইউনিয়নে নৌকার জয় নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার ৯ প্রার্থীর জয় নিশ্চিত করতে নেতাকর্মীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন কর্মী-সমর্থকেরা। 

জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে লড়ছেন উপজেলার ১ নম্বর জয়পুর ইউপির আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. আইনুল হক চৌধুরী, ২ নম্বর বিনোদননগর ইউপির মো. ছানোয়ার রহমান, ৩ নম্বর গোলাপগঞ্জ ইউপির মো. মোশারফ হোসেন, ৪ নম্বর শালখুরিয়া ইউপির মো. মশিউর রহমান, ৫ নম্বর পুঁটিমারা ইউপির মো. সরোয়ার হোসেন, ৬ নম্বর ভাদুরিয়া ইউপির মো. বাবুল আহসানুল কবির শামীম, ৭ নম্বর দাউদপুর ইউপির আবদুল্লাহেল আজিম, ৮ নম্বর মাহমুদপুর ইউপির মো. আমির হোসেন ও ৯ নম্বর কুচদহ ইউনিয়নের প্রার্থী আবু শাহাদাত মো. সায়েম আলী। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া বলেন, `৯ ইউনিয়নের নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে দিনরাত কাজ করে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দু-একটি ইউপি ছাড়া সব কয়টাতেই নৌকার অবস্থান ভালো। প্রচারণার শেষ দিন অবধি নেতাকর্মীরা এই ইমেজ ধরে রাখতে পারলে নৌকার বিজয় হবে বলে আশা করছি।' 

নবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে ৯ ইউনিয়নে নৌকার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় আওয়ামী লীগের সভাপতি সাংসদ শিবলী সাদিক এবং আমি উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও দলের বেশ কিছু নেতাকর্মী নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করছেন। এতে ৯ ইউনিয়নে নৌকার বিজয় আনা কঠিন হয়ে পড়েছে। তার পরও দলের ত্যাগী নেতাকর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।' 

মো. আতাউর রহমান আরও বলেন, `আমি নিজেও বিভিন্ন ইউনিয়নে নৌকার সমাবেশে ভোট প্রার্থনা করছি। আশা করি ভোটাররা উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করবেন।'

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ