নীলফামারীর সৈয়দপুরে ফাহিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক পথচারী ও বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির আরও ৩০ জন যাত্রী। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেল তিনটার দিকে উপজেলার নিয়ামতপুরের রংপুর-দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। উল্টে যাওয়া বাস উদ্ধারে করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
নিহতরা হলেন-পথচারী রংপুরের পাকপাড়ার মমতাজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০) এবং বাসটির যাত্রী দিনাজপুরের কাহারুলের পূর্ব মল্লিকপুরের ওমর আলীর ছেলে মনসুর আলী (৫৯)।
স্থানীয়রা জানান, রংপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাওয়া বাসের স্টিয়ারিং খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই পথচারী ও বাসযাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। বাসটির সঙ্গে অন্য কোনো গাড়ির সংঘর্ষ হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাসটির চালক শনাক্ত করা যায়নি।