হোম > সারা দেশ > দিনাজপুর

সড়ক আইন না মানায় অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সড়ক আইন না মেনে মোটরসাইকেল চালানোর দায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান (৫১) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। 

দণ্ডিত ব্যক্তি শহরের উত্তর সুজাপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং ফুলবাড়ী মাদিলাহাট কলেজের অধ্যক্ষ। 

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় মোটরসাইকেলচালক মোস্তাফিজুর রহমানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মোস্তাফিজুর রহমানের কাছে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট না থাকায়, সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪ (১) ধারা লঙ্ঘন করায়, ৬৬ ধরায় তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা