হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দম্পতির আত্মহত্যাচেষ্টা, স্ত্রীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আব্দুল আলিম ও রহিমা বেগম নামে এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। আব্দুল আলিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল আলিম (৫০) শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে আজ বুধবার দুপুরে আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম প্রথমে বিষপান করেন। পরে আলিমও বিষপান করেন। বিষপানে রহিমা বেগম মারা যান। স্বজনরা আব্দুল আলিমকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্বামী-স্ত্রীর বিষপানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিষপান করা আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আব্দুল আলিম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুজনে বিষপান করেছেন।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার