হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দম্পতির আত্মহত্যাচেষ্টা, স্ত্রীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আব্দুল আলিম ও রহিমা বেগম নামে এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। আব্দুল আলিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল আলিম (৫০) শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে আজ বুধবার দুপুরে আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম প্রথমে বিষপান করেন। পরে আলিমও বিষপান করেন। বিষপানে রহিমা বেগম মারা যান। স্বজনরা আব্দুল আলিমকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্বামী-স্ত্রীর বিষপানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিষপান করা আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আব্দুল আলিম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুজনে বিষপান করেছেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ