হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দম্পতির আত্মহত্যাচেষ্টা, স্ত্রীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আব্দুল আলিম ও রহিমা বেগম নামে এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। আব্দুল আলিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল আলিম (৫০) শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে আজ বুধবার দুপুরে আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম প্রথমে বিষপান করেন। পরে আলিমও বিষপান করেন। বিষপানে রহিমা বেগম মারা যান। স্বজনরা আব্দুল আলিমকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্বামী-স্ত্রীর বিষপানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিষপান করা আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আব্দুল আলিম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুজনে বিষপান করেছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ