হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তিস্তায় নৌকাডুবি: এখনো নিখোঁজ ৬ জন, চলছে উদ্ধার অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ ও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই পরিবারের তিন সদস্যসহ নিখোঁজ রয়েছে অন্তত ছয়জন। তাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে।

উদ্ধার যাত্রীদের কয়েকজন জানান, উলিপুরের বজরা পুরান বাজার এলাকায় দাওয়াত খাওয়া শেষে তাঁরা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামের উদ্দেশে ফিরছিলেন। এ সময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। গতকাল বুধবার রাত পর্যন্ত ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ছয়জন।

উদ্ধার অভিযান সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে নৌকার যাত্রী আনিছুর রহমান ও তাঁর স্ত্রী রূপালি এবং তাঁদের এক সন্তান রয়েছে। অপর তিনজনও শিশু বলে নৌকায় থাকা যাত্রীদের বরাতে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মহুবর রহমান বলেন, ‘নিখোঁজদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। বাকিরাও শিশু বলে জানতে পেরেছি।’

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামের এক যাত্রী বলেন, ‘আমরা বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় শিশুসহ ২৫-২৬ জন ছিলাম। এ সময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘোরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনো ছয়-সাতজন নিখোঁজ আছে।’

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর এক শিশুর লাশ ও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা যাত্রীদের দেওয়া তথ্যমতে, একই পরিবারের তিনজনসহ এখনো ছয় যাত্রী নিখোঁজ আছে। উদ্ধার অভিযান চলছে।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার