হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গী ছিল মিনি গোপালগঞ্জ: ফারুক হাসান

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলার গোল্ডেন স্কুল এন্ড কলেজে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ছবি : আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ফারুক হাসান বলেছেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাকে ৫ আগস্টের আগে মিনি গোপালগঞ্জ বলা হতো। কারণ প্রায় ৩৭ বছর ধরে আওয়ামী লীগ এই উপজেলায় রাজত্ব করেছে। আমরা আর গোপালগঞ্জ হতে দেব না, বালিয়াডাঙ্গী উপজেলাকে মানুষ বালিয়াডাঙ্গী নামেই চিনবে। তবে এর আগে আমাদের এই উপজেলা ঢেলে সাজাতে হবে। আর সেই লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কুলি-মজুর সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ (চান্স) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, বালিয়াডাঙ্গীর বুকে কোন মাদক, চোরাকারবারি, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি চলবে না। এসব বন্ধ করতে হবে। আমরা পিছিয়ে পড়া উপজেলাটিকে আরও সামনে এগিয়ে নিতে চাই।

মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে ভালো জায়গায় তোমাদের চাকরি হবে। তখন এই শিক্ষক, এই উপজেলার কৃষক-শ্রমিকদের ভুলে যাবে না। জীবনের প্রধান লক্ষ্য যেন মানবসেবা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

এ ছাড়া বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রায়হানুল কবির এতে বক্তব্য দেন।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার