হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে জেলা আমিরসহ জামায়াতের ১১ নেতা কর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি

নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে। 

ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী। 

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার