হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড় সীমান্তে যুবককে গুলি করে হত্যা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি 

নিয়ে যাওয়া হচ্ছে নিহত যুবকের লাশ। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিজিবি ও বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের সময় সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হাঁড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, এটা স্পষ্ট যে রাজুর মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে। কিন্তু বিজিবি ও তাঁর পরিবার বিষয়টি লুকানোর চেষ্টা করছে। তাঁর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকা সত্ত্বেও তাঁরা দাবি করছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘নিশ্চিতভাবে বলা যায়, ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

অপরদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘গতকাল শনিবার রাতে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। গুলির শব্দ সাধারণত অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের মোতায়েন থাকা দুটি দলও কোনো গুলির শব্দ শোনেনি। এ ছাড়া নিহত যুবকের পরিবারের পক্ষ থেকেও জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যদিও তাঁর পায়ে ক্ষতের কথা বলা হয়েছে, তবে তারা ক্ষতের প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি।’

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার