হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নিখোঁজের ৭ ঘণ্টা পর ভুট্টা খেত থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নে নিখোঁজের সাত ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় আদর্শ বাজার কলোনীপাড়া গ্রামে একটি ভুট্টা খেত থেকে শিশু আকিবুলের মরদেহ উদ্ধার করা হয়।

আকিবুল উপজেলা কলোনীপাড়া গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, শিশু আকিবুল বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে প্রতিবেশী একজন বাড়ির অদূরে ভুট্টা খেতে ঘাস তুলতে গিয়ে ওই শিশুর নিস্তেজ মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তাঁর চিৎকারে শিশুটির পরিবারের লোকজন জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করে লাশ খেতে ফেলে রেখেছে। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে হালকা একটু দাগ দেখা গেছে।

পুলিশ সুপার বলেন, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ বিষয়ে শিশুটির অভিভাবক থানায় মামলা করেননি। যদি তাঁরা মামলা না করেন, তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে একটি হত্যা মামলা করবেন।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার