হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নিখোঁজের ৭ ঘণ্টা পর ভুট্টা খেত থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নে নিখোঁজের সাত ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় আদর্শ বাজার কলোনীপাড়া গ্রামে একটি ভুট্টা খেত থেকে শিশু আকিবুলের মরদেহ উদ্ধার করা হয়।

আকিবুল উপজেলা কলোনীপাড়া গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, শিশু আকিবুল বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে প্রতিবেশী একজন বাড়ির অদূরে ভুট্টা খেতে ঘাস তুলতে গিয়ে ওই শিশুর নিস্তেজ মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তাঁর চিৎকারে শিশুটির পরিবারের লোকজন জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করে লাশ খেতে ফেলে রেখেছে। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে হালকা একটু দাগ দেখা গেছে।

পুলিশ সুপার বলেন, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ বিষয়ে শিশুটির অভিভাবক থানায় মামলা করেননি। যদি তাঁরা মামলা না করেন, তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে একটি হত্যা মামলা করবেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড