লালমনিরহাটে পাঁচ মামলায় জামিনে বেরিয়ে জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল। আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়।
শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাজধানী থেকে শ্যামলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। শ্যামলের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। সবগুলো মামলা থেকে জামিন পেয়ে কারগার থেকে বের হওয়া মাত্রই পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের ডিটেনশন (আটকাদেশ) দেওয়ায় শ্যামলকে জেলগেট থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।