হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

অতিরিক্ত চাল মজুত করায় ২ চালকল মালিককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত করায় দুটি অটোরাইস মিল মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার দুটি অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কার্যদিবসের মধ্যে মজুত করা চাল বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত মেসার্স মাছরাঙ্গা মিলের গুদামে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার ১২০ থেকে ১৩০ টন বেশি চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক প্রবণ প্রসাদ আগরওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স জেএস মিলে প্যাকেটের নামের সঙ্গে ভেতরে থাকা চাল মিল না পাওয়া ও হিসাবে গরমিল থাকায় মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে অভিযানে অংশ নেওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ বলেন, গত কিছুদিন ধরে হঠাৎ চালের দাম বৃদ্ধির অভিযোগ শোনা যাচ্ছে। কিছু মিল মালিক ও আড়তদার অবৈধভাবে ধান-চাল মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আসছিল। এ জন্য চালকল ও ধানের আড়তের গুদামে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা