হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে গবেষণা কেন্দ্রে চিনাল-১ চাষে সফলতা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

পরীক্ষামূলক চাষে গাছে ধরেছে গোলাকার ও আকর্ষণীয়, সোনালি হলুদ রঙের চিনাল। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল নতুন জাত চিনাল-১-এর বীজ উৎপাদন ও পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন। বীজ রোপণের মাত্র আড়াই মাসের মধ্যে এই জাতের উল্লেখযোগ্য ফলন হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।

শুক্রবার সকালে গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, এক বিঘা জমিতে শতাধিক চিনালগাছে একাধিক ফল ঝুলছে। প্রতিটি গাছে পাঁচ-ছয়টি ফল রয়েছে।

কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, চিনাল-১ একটি উচ্চ ফলনশীল জাত। ফল দেখতে গোলাকার ও আকর্ষণীয়, রং সোনালি হলুদ। প্রতিটি ফলের গড় ওজন ১.৩ থেকে ১.৪ কেজি। স্বাদ হালকা মিষ্টি, সুগন্ধিযুক্ত ও আঁশবিহীন।

জিয়াউর রহমান আরও বলেন, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এক বিঘা জমিতে প্রথম বীজ রোপণ করা হয়। আড়াই মাসের মাথায় গাছে ফল আসে। হেক্টরপ্রতি ফলন হয়েছে ১৯ টন। রবি ও খরিপ—দুই মৌসুমেই এর চাষ করা যায়। সারা বছর গাছে ফুল আসে এবং ৭০ থেকে ৮০ দিনের মধ্যে ফল পেকে যায়।

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবি

ডিজিটাল মাধ্যমে এবার সহজে মাতৃভাষা লিখতে পারবেন চাকমা, মারমা, ম্রো জনগোষ্ঠীর লোকজন

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

টানা ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়, কর্ণফুলী নদী আর লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ

জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল

বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে চন্দ্রঘোনা খ্রিষ্টানপল্লি

আগুনে পুড়ল ৩ বাস ৪ দোকান

হাতির আক্রমণ থেকে সুরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক কার্যক্রম

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

বারি লাউ-৪ চাষে সফলতা রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের