হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে ভাঙন রোধে আরসিসি ব্লক স্থাপন

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি মুখ পাড়ায় ভাঙন রোধে আরসিসি ব্লক স্থাপন। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় দেড় শতাধিক মানুষের বসবাস। পাড়াটিতে রয়েছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়।

দুই দশকের বেশি সময় ধরে বর্ষা মৌসুমে উজানের ঢলে নারানগিরি ছড়ার পাড় ভেঙে যাচ্ছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি পরিবারের ঘর ও বসতভিটা ছড়ায় বিলীন হয়েছে। দীর্ঘদিনের এই ভাঙন ঠেকাতে এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেন, ২০২৪ সালে নারানগিরি মুখ পাড়ার ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৫০ মিটার এলাকায় আরসিসি ব্লক স্থাপনের কাজ চলছে। কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে। তিনি আরও জানান, পরবর্তী ধাপে কর্ণফুলীর মুখ পর্যন্ত আরও ৩০০ মিটার এলাকায় আরসিসি ব্লক নির্মাণ করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, আরসিসি ব্লক স্থাপনের কাজ শেষ পর্যায়ে। এ সময় কথা হয় এলাকার পাড়াপ্রধান নুসিং কার্বারির সঙ্গে। তিনি বলেন, ‘কাজের গতি ও পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট।’

স্থানীয় শিক্ষক মংহলাচিং মারমা বলেন, ‘কাজের অগ্রগতি দেখে আমরা পাড়াবাসী অত্যন্ত আনন্দিত। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ নারানগিরি মুখ পাড়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, নারানগিরি মুখ মসজিদুল আকসা জামে মসজিদ এবং নারানগিরি মৈত্রী ক্লাব রক্ষায় আরও ২০০ ফুট এলাকায় আরসিসি ব্লক নির্মাণের দাবি জানাই।’

পাহাড়ে ভুট্টা চাষে ভালো ফলন পেলেন কৃষক জয়নাল

নারী সমাবেশে কাপ্তাইয়ের ইউএনও: বাল্যবিবাহ বন্ধ করে নারীকে স্বাবলম্বী করতে হবে

ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু

হাতির আনাগোনা বাড়ায় ৩ কিলোমিটার সড়কে যান চলাচলে সতর্কতা জারি

কেপিএমে শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ে গেট মিটিং

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, আরও একজন আহত

কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রাঙামাটিতে পুলিশের আয়োজন দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতা