হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

প্রতারণা করে বিয়ে, অপহরণ ও ধর্ষণের দায়ে করা মামলায় নাটোরে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম এই আদেশ দেন। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আহম্মদ আলী। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা গ্ৰামের বাসিন্দা। 

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১২ জুন আসামি আহম্মদ আলী (৪৬) নিজের পরিচয় গোপন করে ভিকটিমকে বিয়ে করেন। পরে আহম্মদ আলী ভিকটিমকে পাচারের উদ্দেশ্যে নাটোর শহরের নিয়ে আসেন। সেখানে আসামি আহম্মদ আলী তাকে ধর্ষণ করে। পরে ১৯ জুন ভিকটিমের বাবা আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে তাকে শহরের গাড়িখানা গোরস্থান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। 

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আহম্মদ আলীর বিরুদ্ধে প্রতারণা করে বিয়ে, অপহরণ এবং ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২০ বছর পর শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত আসামি আহম্মদ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর