হোম > সারা দেশ > রাজশাহী

বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা বাকি দুজন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

নিহত যুবকের নাম আলী হোসেন (২০)। তিনি আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নম্বর ওয়ার্ডের মো. মোখলেসুর রহমানের ছেলে। 

এ সময় আহত হয়েছেন অন্তর ও রিজভী নামে আলী হোসেনের দুই বন্ধু। 

এলাকাবাসী বলছে, আলী হোসেন, অন্তর ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনজনই গুরুতর আহত হন। এর মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়