হোম > সারা দেশ > পাবনা

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা, নেপথ্যে ‘ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ’

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাশেমের সঙ্গে পাশের সামির হোসেনসহ কিছু যুবকের বিরোধ বাধে। গতকাল রোববার সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামির ও তাঁর বাবার নেতৃত্বে সাত-আট যুবক কাশেমকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে আবুল কাশেমের দেহ নিথর হয়ে মাটিতে পড়ে গেলে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ সোমবার সকালে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। গতকাল রোববার মধ্যরাতে করা মামলায় সামির হোসেন ও তাঁর বাবা লাড্ডু সুলতানকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব